গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘চলছে সব ঠিকঠাক’

চলছে দিনরাত সমানতালে ঠিকঠাক
বাজারঘাট, রান্নবান্না, খাওয়াদাওয়া
পড়াশুনা, কলেজ, চাকরি,ব্যবসা আরও কতকি-
সবই চলছে যে যার মত।
যাবে না বলা-কাউকে কিছু-
সবারই যে আছে একটা মন,
শুধু আছে সম্পর্ক নামক বন্ধন।
তবু যেন কেউ কাউকে জানে না,
জানতে চায় ও না।
সবারই অন্তরে নীরবে নিভৃতে চলে
কত সুর,কত ব্যথা,কত আশা।
এর মধ্যে কখন যে একটা ঘুনপোকা
বাসা বাঁধে খাঁচার ভিতর সবার অলক্ষ্যে।
বুকের ভেতর কড়কড় শব্দে-
কেটে যাচ্ছে অবিরত কুটকুট করে।
সে শব্দে অনবরত জানিয়ে দিচ্ছে
এক নিষ্ঠুর বার্তা। তবুও-
চলতে হয় সমানতালে
রাখতে হয় সব ঠিকঠাক।।

 

লেখক: কানিজ কাদীর

 

Related Articles

Back to top button