আন্তর্জাতিকপ্রধান সংবাদ

করাচির আবাসিক এলাকায় ৯৮ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

করাচির একটি আবাসিক এলাকায় পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার (পিআইএ) একটি এয়ারবাস ৯৮ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে।এখন পর্যন্ত উদ্ধার বা হতাহতের খবর জানানো হয়নি।তবে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন।

শুক্রবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে একটি মডেল কলোনিতে এ৩২০ এয়ারবাসটি বিধ্বস্তের ঘটনা ঘটে।

পাক বিমান সংস্থার মুখপাত্র আবদুল্লাহ হাফিজ বিমানটি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাহোর থেকে করাচির উদ্দেশ্যে ছেড়ে আসা বিমানটিতে ৯০ যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ২৪ নিউজের প্রোগ্রামিং পরিচালক আনসার নাগবি ছিলেন।

তিনি বলেন, এখনই কিছু বলা বলা যাচ্ছে না। আমাদের ক্রুরা জরুরি অবতরণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা স্বচ্ছতার সঙ্গে তথ্য সরবরাহ চালিয়ে যাব।

মূল্যবান প্রাণহানির জন্য দেশটির সেনা প্রধান জেনারেল কামার বাজওয়া সমবেদনা প্রকাশ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরে (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়, বেসারকি প্রশাসনের উদ্ধার কাজে সহায়তার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button