খেলাধুলাপ্রধান সংবাদ

এসএ গেমস: নবম স্বর্ণ জিতলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:
সাউথ এশিয়ান গেমসের আর্চারিতে পুরুষ ও নারী উভয় দলগত রিকার্ভে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। রোববার সকালে সোনা জিতেই দিন শুরু করেছে লাল-সবুজরা। এ নিয়ে আজ ২টি স্বর্ণজয় বাংলাদেশের।

চলতি আসরে এখনো পর্যন্ত বাংলাদেশ নয়টি স্বর্ণপদক জিতেছে।

রোববার (৮ ডিসেম্বর) নেপালের পোখারা স্টেডিয়ামের আর্চারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বাংলাদেশ ৩-২ সেট পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। আর বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ভারতকে।

এর আগে সর্বপ্রথম স্বর্ণ উপহার দেন বাংলাদেশ সেনাবাহিনীর দিপু চাকমা। কাঠমান্ডুর সাতদোবাদো কমপ্লেক্সে পুমসে ২৯-ঊর্ধ্ব ক্যাটাগরিতে স্বর্ণপদক জেতেন দিপু।

এরপর মেয়েদের কারাতে কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে দেশকে সোনার পদক উপহার দেন বাংলাদেশের মেয়ে হুমায়রা আক্তার অন্তরা।

এরপর ছেলেদের কারাতে ইভেন্টে ৬০ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে পাকিস্তানের মোহাম্মদ জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক জেতেন আল-আমিন। নারীদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজিতে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জেতেন মারজান আক্তার প্রিয়া।

ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে দেশের হয় পঞ্চম স্বর্ণপদক জেতেন মাবিয়া আক্তার সীমান্ত।

বাংলাদেশকে ষষ্ঠ স্বর্ণপদক উপহার দেন জিয়ারুল ইসলাম। তিনি ভারোত্তোলনে ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন।

এরপর সপ্তম স্বর্ণপদক উপহার দিয়েছেন ফাতেমা মুজিব। ফেন্সিংয়ে ব্যক্তিগত সেভার ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন এই অ্যাথলেট।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button