একুশে বইমেলায় কবি ও গীতিকার শেখ নজরুল এর নতুন তিন বই
লাবণ্য হক:
অমর একুশের বইমেলায় এসেছে শেখ নজরুল এর নতুন তিন বই ‘বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙ্গালি’, কবিতার বই ‘রাখাল বালক সুবর্ণ চাষা’ ও ‘কবিতাসমগ্র’ বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের পারিজাত প্রকাশনীর ৩৫১-৩৫২ নম্বর স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে।
শেখ নজরুলের এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪৬। লিখেছেন তিনশ’র মতো গান। পেয়েছেন শেরেবাংলা স্বর্ণ পদক (১৯৯৩), সাতক্ষীরা জাতীয় কবিতা পরিষদ পুরুস্কার (২০০৯), স্বাধীনতা ফাউন্ডেশন পুরস্কার (২০১২)
প্রকাশিত গ্রন্থ ৪৬। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘যতক্ষণ তুমি মাধবী…..। উল্লেখযোগ্য বই, কবিতা- পাজঁরের মানচিত্রে অনেক নদী, কষ্টের অনুবাদ, মা ও জোনাকতারার কাব্য, অষ্টধাতুর মাদুলি, আমার খুনের তালিকায় জোছনাও আছে, মলাটবন্দি চেতনার কফিন, মেঘ সম্পাদনা, মীমাংসিত মৃত্যু অমীমাংসিত জীবনে, নারীনিধি, রাষ্ট্র বনাম একা, আপেল কাটা ছুরি, গোলালি দরজা, পতাকায় ফাল্গুন মানচিত্রে বসন্ত, লাল মোরগের ঘাড়টান ভোর, এখন তুই মাঠ আমি খেলছি, আমাদের ভদ্র হবার গল্প, গোলাপেও দুর্দিন ফোটে, সোনালি শস্যে রুপোলি সরোবরে, মন খেলাপি’, বেয়াদবি মাফ করবেন’ ।
লেখকের উল্লেখযোগ্য ছড়ার বই- ‘কার ঘাড় কে চড়ে, ফন্দিফিকির, কাঠমোল্লাা, রাজনীতি এ্যটরেট জনগণ ডটকম, বুকের ভেতর বাংলাদেশ, বৃষ্টিকাব্য, বন্ধুকাব্য, মুঠির ভেতর আগুন ঝরে কার, সময়ের কাব্য, হায় পাখি, ছড়া বসন্ত।
লেখকের উল্লেখযোগ্য গল্পের বই- গ্লাসভাঙা দুপুর।
আখ্যানকাব্য-রাজারকারনামা।
প্রবন্ধ-‘গল্প রাতে নাটক সকালে’।
তথ্যগ্রন্থ- আন্তর্জাতিক দিবস জাতীয় ভাবনা।
সম্পাদিত গ্রন্থ-আমার স্বপ্ন আমার স্বাধীনতা (প্রবন্ধ), কবিতায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কবিতা (কাব্য), দুই বাংলার মুক্তিযুদ্ধের নির্বাচিত কবিতা, মুক্তিযুদ্ধের নির্বাচিত কবিতা, মুক্তিযুদ্ধের বাছাই গল্প।
শেখ নজরুলের জন্ম সাতক্ষীরার দেবহাট্টা উপজেরার জগন্নাথপুর গ্রামে।
চিত্রদেশ //এইচ//