প্রধান সংবাদস্বাস্থ্য কথা

আয়ারল্যান্ডেও অক্সফোর্ডের টিকা প্রয়োগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:
রক্ত জমাট বাঁধার কারণে এবার আয়ারল্যান্ডও অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ করে দেয়া হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, জাতীয় ইমিউনিশন উপদেষ্টা কমিটির সুপারিশক্রমে রোববার সকাল থেকে অক্সফোর্ডের তৈরি টিকা প্রয়োগ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সির প্রতিবেদন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়ারল্যান্ড সরকার বলছে, অক্সফোর্ডের টিকাটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও তথ্যের ওপর ভিত্তি করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গেল বৃহস্পতিবার ডেনমার্ক ও নরওয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ করে। এর পরেই এই টিকা প্রয়োগ বন্ধ করে ইতালি ও অস্ট্রিয়া।

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button