আশুলিয়ায় ১৯টি কারখানার উৎপাদন বন্ধ, গাজীপুরে অবরোধ-কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক
শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ গার্মেন্টেসে উৎপাদন চলছে। তবে এখনও বন্ধ রয়েছে ১৯টি কারখানার উৎপাদন। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১৫টি কারখানা। বাকী ৪টি কারখানায় চলছে সাধারণ ছুটি।
জানা গেছে, যেসব কারখানা খোলা রয়েছে সেগুলোতে সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। উৎপাদন শুরু করেছেন তারা।
তবে তিনটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ দেয়নি। বিক্ষোভ করছেন। এসব কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আরও দু-একটি কারখানায় কর্মবিরতির খবর পাওয়া গেছে। শিল্পাঞ্চলে র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে, গাজীপুরের বাঘের বাজারে হাজিরা বোনাস বৃদ্ধির দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। পলমল গ্রুপের মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা আগ থেকেই হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলো।
পরে আজ সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে ব্যাপক যানজট তৈরী হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।
অপরদিকে, শ্রীপুর উপজেলার নতুন বাজারে এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছে। দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক।