প্রধান সংবাদ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার:
সাভারে আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এসময় অগ্নিদগ্ধ হয়েছেন আরও তিন শ্রমিক। নিহতের নাম রিমা খাতুন।

মঙ্গলবার সকালে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় ন্যাচারাল ভিলেজ সোয়েটার লিমিটেড নামে ওই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিদর্শক (ওসি) মাহমুদুর রহমান জানান, সকালে ওই কারখানায় গ্যাস সিলিন্ডার সেট করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নারী শ্রমিক রিমার মৃত্যু হয়। এসময় দগ্ধ হন তিনজন।

দগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শিল্প পুলিশের ওই কর্মকর্তা।

 

চিত্রদেশ//এস//

আরও

Leave a Reply

Back to top button