আন্তর্জাতিকপ্রধান সংবাদ

অবশেষে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মামলা করেন জ্যেষ্ঠ ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থম্পসন।

ট্রাম্পের পাশাপাশি তার আইনজীবী রুডি জুলিয়ানি, চরমপন্থি দল প্রাউড বয়েস ও ওথ কিপার্সের বিরুদ্ধেও মামলা করেছেন থম্পসন। মার্কিন সিনেটে শাস্তি থেকে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প রেহাই পাওয়ার দুই দিন পরই মামলা করা হলো।

দেশটির স্বরাষ্ট্র দপ্তরের হাউস কমিটির চেয়ারম্যান বেনি থম্পসন একজন কৃষ্ণাঙ্গ। তিনি কু ক্লাক্স ক্ল্যান অ্যাক্ট ভঙ্গের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করেছেন। কু ক্লাক্স ক্ল্যান আইন ১৯ শতকে মার্কিন গৃহযুদ্ধ পরবর্তী কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষার জন্য করা হয়।

থম্পসন অভিযোগ করেছেন, ট্রাম্প, জুলিয়ানি ও আরও দুটি দল বাইডেনের নির্বাচনি জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দিন বলপ্রয়োগ, ভয় এবং হুমকি দিয়ে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার ষড়যন্ত্র করে।

 

চিত্রদেশ//এইচ//

Tags

আরও

Leave a Reply

Back to top button