আন্তর্জাতিক

ব্রাজিলে করোনায় আক্রান্ত ২০ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার দ্বিতীয় কেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। যুক্তরাষ্ট্রের পরেই দেশটিতে সবচেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৩ হাজার ৮২৯ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট ২০ লাখ ১৪ হাজার ৭৩৮ জন আক্রান্ত হয়েছেন।

ওয়াল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ১২৯৯ জন। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৮২২ জনের। এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজার ২৫ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ১১৮ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৭৯ হাজার ৬৩৩ জন।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button