সম্পূরক বাজেট পাস হচ্ছে আজ
স্টাফ রিপোর্টার:
চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়েছে জাতীয় সংসদে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরুর পর সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়।
আলোচনা শেষে আজই সম্পূরক বাজেট পাস হবে। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মানতে আজ সংসদে যোগ দেয়ার জন্য ৯০ জনের তালিকা করা হয়েছে।
গতকাল রোববার সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরুর কথা থাকলেও চলতি সংসদের সদস্য সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠান এবং রেওয়াজ অনুযায়ী ওই দিনের বৈঠক মুলতবি করা হয়।
অধিবেশনের শুরুতে স্পিকার সম্পূরক বাজেট পাসসহ আজ সংসদে অনেক কার্যসূচি রয়েছে উল্লেখ করে সবাইকে সময়মতো বক্তব্য শেষ করার অনুরোধ করেন।
গত ১১ জুন জাতীয় সংসদে আসন্ন ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেট পেশ হয়। একই সাথে পেশ হয় চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট। সংসদ সচিবালয় থেকে পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ জুন সম্পূরক বাজেট এবং ৩০ জুন সাধারণ বাজেট পাস হওয়ার কথা।
চিত্রদেশ//এস//