প্রযুক্তি

স্যামসাং স্মার্টফোনে বন্ধ হচ্ছে এই ফিচার!

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় একটি সার্ভিস বন্ধ করছে দক্ষিণ কোরিয়া প্রতিষ্ঠান স্যামসাং। তারা এস ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটি বন্ধ করতে চলেছে।

স্যামসাং স্মার্টফোনের জন্য এই ভয়েস অ্যাসিস্ট্যান্টটি বিক্সবের অনেক আগে উন্মুক্ত করেছিল। এবার এটির অফিসিয়াল সময়সীমা ঘোষণা করা হয়েছে।

স্যামসাং নিজের সাপোর্ট পেজে একটি তালিকা প্রকাশ করেছে যেখানে সেই ফোনের মডেলগুলোর নাম রয়েছে। যেই ফোনগুলোতে এখনও এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজ করে।

এই তালিকায় নাম রয়েছে Galaxy A3, Galaxy A5, Galaxy A7, Galaxy A8, Galaxy A9, Galaxy Note FE, Galaxy Note5, Galaxy Note4, Galaxy Note3, Galaxy Note2, Galaxy S7, Galaxy S7 edge, Galaxy S6, Galaxy S6 edge, Galaxy S5, Galaxy S4, Galaxy S3, Gear S, Gear S2, Galaxy , Galaxy Active, Gear S3, Gear Sport-এর ।

স্যামসাংয়ের এস ভয়েসের সাহায্যে কল করা, রিমাইন্ডার সেট করার মতো কাজ করা যেত। সেই সঙ্গে এটি ব্যবহারকারীদের সময়ও বলে দিত আর কোনও কম্যান্ড দিলে সেটি ইন্টারনেটে সার্চও করতে পারত।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button