পাঁচ জেলার সব শপিংমল ও বিপণিবিতান বন্ধ
স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্যবিধি না মানায় দেশের ৫ জেলার সব শপিংমল ও বিপণিবিতান বন্ধ করা হয়েছে। সেগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, নোয়াখালী, জয়পুরহাট ও চুয়াডাঙ্গা।
শুক্রবার সকাল থেকে এই আদেশ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ। তবে, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং ওষুধের দোকান এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।
এসব এলাকায় ক্রেতা-বিক্রেতাদের ভিড় না করার জন্য করা হচ্ছে মাইকিং। তবে বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা না মেনে দোকান খোলা রাখার অভিযোগ রয়েছে। সকালে নোয়াখালী হকার্স মার্কেটে নিষেধাজ্ঞা না মেনে দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে আটক করা হয়।
এদিকে স্বাস্থ্যবিধি না মানায় কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মার্কেট বন্ধ করে দিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা ঘোষণা করে সরকার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হয়।
এসময় প্রতিটি শপিংমলের প্রবেশমুখে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল বা চেম্বার স্থাপন করতে হবে এবং তাপমাত্রা মাপার জন্য থার্মাল স্ক্যানারসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।
চিত্রদেশ//এস//