কানাডার ইতিহাসে ভয়াবহ হামলা, পুলিশসহ নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার পূর্বাঞ্চলীয় নোভা স্কোশিয়া প্রদেশে এক বন্দুকধারীর এলোপাথারি গুলিতে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। টানা ১২ ঘণ্টা ধরে পুলিশ ৫১ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারী গ্যাব্রিয়েল ওর্টম্যানকে অনুসরণ করার পর রোববার সন্ধ্যায় তাকে হত্যা করতে সক্ষম হয়।
এর আগে বন্দুকধারী সন্ত্রাসী ওর্টম্যান বেশ কয়েকটি স্থানে নিরস্ত্র ব্যক্তিদের ওপর গুলি চালিয়ে একাধিক নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করে। সবমিলিয়ে ওই হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। জানা যায়নি এই হামলার কারণও।
সন্দেহভাজন হামলাকারী পুলিশের পোশাক পরে এবং পুলিশের একটি গাড়ি ব্যবহার করে বলে মনে করছে কানাডার নিরাপত্তা বাহিনী।
শনিবার রাতে নোভা স্কোশিয়া প্রদেশের কেন্দ্রীয় শহর হলিফেক্স থেকে ১৩০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর পোর্টাপিকে তার হামলা শুরু হয়। পুলিশ তাকে অনুসরণ করার পর সে পালিয়ে যায় এবং আরেকটি স্থানে হামলা চালায়। এভাবে তার হামলা ১২ ঘণ্টা ধরে চলে।
কানাডার ইতিহাসে এটিই সবচেয়ে বড় ধরনের বন্দুক হামলার ঘটনা। এর আগে ১৯৮৯ সালের ডিসেম্বরে কানাডার মন্ট্রিল শহরে এক বন্দুকধারীর হামলায় ১৫ নারী নিহত হয়েছিলেন।
চিত্রদেশ//জিএ//