প্রধান সংবাদ

লকডাউন যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়া রুখতে এবার লকডাউনের পথ বেছে নিল যুক্তরাজ্য। তিন সপ্তাহের জন্য দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে বরিস জনসন বলেন, করোনাভাইরাস মোকাবেলায় শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ঝুঁকির সম্মুখীন যুক্তরাজ্য। এই ভাইরাসের বিস্তার রুখতে না পারলে এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যুক্তরাজ্যকে তিন সপ্তাহ লকডাউন ঘোষণা করা হলো। আপনারা অবশ্যই বাসায় অবস্থান করবেন। সব ধরনের সামাজিক অনুষ্ঠানও বন্ধ থাকবে।

তিনি বলেন, সবার ঐক্যবদ্ধ প্রয়াসে এই ভাইরাসের বিস্তৃতি এখনই ঠেকাতে হবে। বিশ্বের কোনো স্বাস্থ্য ব্যবস্থাই এই ভাইরাসের মোকাবেলা করতে পারছে না। যদি এখনই সচেতন ও কার্যকরী পদক্ষেপ না নেয়া হয় তাহলে সময় এমন পর্যায়ে পৌঁছাবে যে চিকিৎসার জন্য ডাক্তার, নার্স, এমনকি ভেনটিলেট, ইনটেনসিভ বেড কিছুই পাওয়া যাবে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জরুরি পণ্যসামগ্রী ও ওষুধ ক্রয় ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। এক সঙ্গে দু’জনের বেশি জমায়েত হওয়া যাবে না। আইন ভঙ্গকারীদের জরিমানা করা হবে। কেউ এসব নির্দেশ অমান্য করলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে।

বরিস জনসনের নেয়া লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় লেবার পার্টির নেতা জেরেমি বার্নার্ড করবিন।

ব্রিটেনে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬৫০ জন এবং মৃত্যু হয়েছে ৩৩৫ জনের।

 

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button