গল্প-কবিতা

কানিজ কাদীরের কবিতা ‘তোমার ঘর’

তোমার ঘরে নয় শুধু তোমার বাস,
এখানে ফোঁটে কত রঙিন ফুল।
শান্তি, আনন্দ, হাসি, স্বপ্ন-
এখানে গন্ধ ছড়ায়,
প্রতিদিনই বসন্ত হয়ে যায়।।

তুমি যেখানে যাও, যা কিছু কর,
তোমার হৃদয়ও মন ঘরেই থাকে পড়ে।
তোমার আত্মায় মিষ্টি অনুভূতি দোল খায়,
যখন তুমি কাজ শেষে ফিরতে থাকো ঘরে।।

দরজায় তোমার কলিং বেলে-
প্রাণপ্রিয় পরিবারের সদস্যরা
যেন পিয়ানোর ছন্দ শোনে।
দীর্ঘ কর্ম শেষে-
তুমি সংবর্ধিত হও হাসিতে।
তুমি চাঙ্গা হও।
তখন স্বর্গের আলো এসে পড়ে বাগানে।
বাগান হয়ে যায় স্বর্গপুরী।।

এই তো তোমার ঘর,
সত্যিই তোমার ঘর।।

(একটি ইংরেজী লেখার অনুকরণে)

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button