প্রধান সংবাদ

করোনাভাইরাস: ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের সঙ্গে এক বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

শুক্রবার থেকে ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক রুটে বাস পরিচালনা করা পরিবহন মালিকরা। তবে এর আগে শুক্রবার সকালে অল্প সংখ্যক যাত্রী নিয়ে মৈত্রী একপ্রেস কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বুধবার (১১ মার্চ) সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। তবে কূটনৈতিক, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, সরকারি, চাকরি ভিসায় ছাড় দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button