গল্প-কবিতা

কানিজ কাদীরের একুশের কবিতা ‘একুশ তোমার জন্য’

একুশ তোমার পায়ে-
শ্রদ্ধা জানায়,
আবাল-বৃদ্ধ-বনিতা।
একুশ তুমি বারবার
মনে করিয়ে দাও;
আমাদের দেশের কথা।
একুশ তোমার জন্যই-
মাঠ সবুজ খুঁজে পায়।
একুশ তোমার জন্য-
মাঝি প্রাণ খুলে গান গায়।
একুশ তোমার জন্য-
আকাশ নীল হয়,
একুশ তোমার জন্য-
পাখিরা কুহু কুহু কথা কয়।
একুশ তোমার জন্য-

রাখাল বাজায় বাঁশি

একুশ তোমার জন্য-
শিশুর মুখে হাসি।
একুশ তোমার জন্য-
নর-নারীরা সাজে,
একুশ তোমার জন্য-
ভালোবাসার সুর বাজে।
একুশ তোমার জন্য-
বাংলায় হৃদয়ের কথা বলি,
একুশ তোমার জন্য-
মা’র কাছে বলি মনের কথাগুলি।।

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button