গল্প-কবিতাপ্রধান সংবাদ

‘চতুর্থ শিল্প বিপ্লব’র ১০০ কপি কেনার ঘোষণা দিলেন পলক

স্টাফ রিপোর্টার:
বিশ্ববিখ্যাত বই ‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’র অনুবাদ ‘চতুর্থ শিল্প বিপ্লব’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে হোটেল রেডিসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বইটির মোড়ক উন্মোচন করেন।

ওয়ালি উল মারুফ মতিন অনুদিত ‘চতুর্থ শিল্প বিপ্লব’ বইটি প্রকাশ করেছে মাতৃভাষা প্রকাশ। মোড়ক উন্মোচন মঞ্চে প্রতিমন্ত্রী বইটির ১০০ কপি সংগ্রহের ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, উপস্থাপিকা সানজিদা পারভীন, লেখক ওয়ালি উল মারুফ মতিন ও বইটির প্রকাশক নেসার উদ্দীন আয়ূব।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বইটির গুরুত্ব তুলে ধরেন। দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ক্লাউস শোয়াব রচিত মূল বইটি এ পর্যন্ত ৩৩টি ভাষায় অনুবাদ করা হয়েছে।

বাংলায় অনুবাদ করা বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইমেলায় মাতৃভাষা প্রকাশের ২০১-২০১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
সূত্র: বাসস

 

চিত্রদেশ //এস//

Related Articles

Back to top button