প্রধান সংবাদবইমেলা
মেলায় এসেছে ৬৪০টি নতুন বই
স্টাফ রিপোর্টার:
অমর একুশে বইমেলার প্রথম ছয় দিনে মোট ৬৪০টি নতুন বই মেলায় এসেছে। এর মধ্যে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এসেছে ৩০৮টি নতুন বই।
প্রথম পাঁচ দিনের তুলনায় আজ ষষ্ঠ দিনে এসে বেশ জমে উঠেছে বইমেলা। শুক্রবার প্রথম সাপ্তাহিক ছুটির দিন হওয়ার বইপ্রেমী, দর্শনার্থী, ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। ফলে মেলায় লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। বেড়েছে বেচাকেনাও।
মেলায় আগতরা ঘুরে ঘুরে দেখছেন নিজের প্রিয় লেখকদেরসহ মেলায় আসা নতুন বইগুলো। এ স্টল থেকে ও স্টলে ঘোরাঘুরিতে কাটিয়ে দিচ্ছেন সময়। পছন্দমতো কিনছেন বইও। অনেকে আবার দলবেঁধে আসছেন, বিভিন্ন স্টল ঘুরে দেখে চলে যাচ্ছেন। স্টলকর্মীদের আশা, আর কিছু দিনের মধ্যেই আরও জমে উঠবে বইমেলা।
চিত্রদেশ//এইচ//