খেলাধুলা

আজ মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:

১৬ বছর পর পাকিস্তানের মাঠে সাদা পোশাকে খেলতে নামছে টাইগাররা। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় রাওয়ালপিন্ডিতে আতিথেয়তা নেবে মুমিনুল হকের দল। বিশ্বচ্যাম্পিয়নশিপের ২ ম্যাচের প্রথমটি হচ্ছে পিন্ডিতে। দ্বিতীয়টি এপ্রিলে হবে করাচিতে।

টেস্টে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ খেলা ৫ টেস্টেই হার। হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষেও। দেশের বাইরে টেস্টে সময়টা আরও বাজে বাংলাদেশের। হেরেছে টানা ৮ ম্যাচে, যার ৬টিতেই ইনিংস ব্যবধানে। এমন নড়বড়ে আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের আতিথেয়তা নেওয়ার অপেক্ষায় ‘নতুন’ বাংলাদেশ।

‘নতুন’ বাংলাদেশ বলার পেছনে কারণও আছে। মুমিনুল হকের নেতৃত্বে দলটি একেবারেই তরুণ। তামিম ও মাহমুদউল্লাহ শুধু সিনিয়র। বাকিরা সবাই দলে আসা-যাওয়ার মধ্যে থাকেন। সাকিব ও মুশফিক না থাকায় তরুণদের পারফর্ম করার বড় সুযোগ দেখছেন মুমিনুল।

পাকিস্তানের বিপক্ষে এখনো টেস্ট জেতেনি বাংলাদেশ। সর্বোচ্চ সাফল্য ২০১৫ সালে খুলনায় হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে টেস্ট ড্র করা। এরপর সাফল্য বলতে মুলতান টেস্টে পাকিস্তানকে ভয় দেখানো। টি-টোয়েন্টিতে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার টেস্টে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে তা দেখার।

 

চিত্রদেশ //এস//

Related Articles

Back to top button