প্রধান সংবাদ

চীনে কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হননি: চীনা রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশে কোনো চীনা নাগরিক কিংবা চীনে কোনো বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। খবর ইউএনবির।

বৃহস্পতিবার ঢাকাস্থ চীনা দূতাবাসে সাংবাদিকের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা জানান। এ সময় অন্যদের মধ্যে দূতাবাসের উপ-প্রধান হৌলং ইয়ান উপস্থিত ছিলেন।

সেই সঙ্গে এ বিষয় গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, সাধারণ মানুষকে সতর্ক হতে দিন। তবে আতঙ্ক সৃষ্টি করবেন না।

রাষ্ট্রদূত বলেন, চীনা দূতাবাসের কেউ এবং বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে কাজ করা কোনো চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হননি। একই সময়ে পুরো চীনে থাকা কোনো বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।

 

চিত্রদেশ //এস//

Related Articles

Back to top button