প্রধান সংবাদপ্রযুক্তি

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরার খোঁজ

প্রযুক্তি ডেস্ক
নিশ্চিত থাকুন, ছুটিতে গিয়ে হোটেল কিংবা ট্রায়াল রুমে লুকানো গোপন ক্যামেরার ভয় কাটিয়ে ওঠার সহজ উপায় রয়েছে। আজকাল এ ধরণের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়লেও, কিছু সরল কৌশল মেনে চললে আপনি নিজেই যাচাই করে নিতে পারবেন, আপনার থাকার জায়গায় কোনো গোপন ক্যামেরা আছে কি না।

১. রিফ্লেকশন চেক করুন:
আপনার স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করে সন্দেহভাজন জায়গায় যেমন ঘরের কোন, আলমারি, ঘড়ি, স্পিকার বা টিভির রিমোটে আলো ফেলুন। গোপন ক্যামেরার লেন্সে আলো পড়লে ছোট ছোট প্রতিফলন আপনার ফোনের ক্যামেরায় ধরা পড়বে।

২. ইনফ্রারেড আলো শনাক্ত করুন:
অনেক লুকানো ক্যামেরা ইনফ্রারেড আলো ব্যবহার করে, যা চোখে দেখা যায় না, কিন্তু ফোনের ক্যামেরায় ধরা পড়তে পারে। রুমের আলো নিভিয়ে ফোনের ক্যামেরা দিয়ে ঘোরাঘুরি করুন; লালচে আলো দেখা গেলে সতর্ক হোন।
৩. হিডেন ক্যামেরা ডিটেকশন অ্যাপ ব্যবহার করুন:
প্লে-স্টোর বা অ্যাপ স্টোরে ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’, ‘গ্লিন্ট ফাইন্ডার’, ‘ফিং’ ইত্যাদি অ্যাপ পাওয়া যায়, যেগুলো ফোনের সেন্সর ব্যবহার করে গোপন ক্যামেরা শনাক্ত করতে সহায়তা করে।

৪. ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করুন:
যদি গোপন ক্যামেরা ওয়াই-ফাই মাধ্যমে কাজ করে, তাহলে সেটা হোটেলের নেটওয়ার্কে যুক্ত থাকতে পারে। ফোন দিয়ে ওয়াই-ফাই স্ক্যান করে অচেনা ডিভাইস থাকলে সতর্ক হন।

৫. পোর্টেবল ক্যামেরা ডিটেকশন ডিভাইস ব্যবহার করুন:
আপনি চাইলে বাজার থেকে ছোট পোর্টেবল ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’ ডিভাইস কিনে নিতে পারেন, যা খুব কার্যকরভাবে গোপন ক্যামেরা খুঁজে পেতে সাহায্য করে।

কোনো সন্দেহ হলে দেরি না করে হোটেল কর্তৃপক্ষকে জানান এবং প্রয়োজনে রুম পরিবর্তন বা অন্য ব্যবস্থা নিন। নিরাপত্তা ও গোপনীয়তা সবসময়ই প্রাধান্য পেতে হবে।

ছুটির আনন্দ উপভোগ করতে হলে একটু সতর্কতা বজায় রাখা জরুরি। তাই ব্যাগ গোছানোর সময় এই কিছু সহজ টিপস মনে রাখুন, আর আপনার ছুটি হোক নিরাপদ ও নিশ্চিন্ত।

 

Related Articles

Back to top button