প্রধান সংবাদ

হাদির মস্তিষ্কে অস্ত্রোপচার প্রয়োজন, স্বাস্থ্য স্থিতিশীলতার অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মস্তিষ্ক সক্রিয় করার জন্য অস্ত্রোপচার করানো প্রয়োজন। তবে অস্ত্রোপচারের আগে তাঁর স্বাস্থ্য সম্পূর্ণভাবে স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বুধবার সকালে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করা জরুরি। বর্তমানে চিকিৎসকদের মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। একই সঙ্গে জানানো হয়, ওসমান হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের বাকি সব অঙ্গ সক্রিয় রয়েছে।

শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন

ইনকিলাব মঞ্চের বিবৃতিতে আরও বলা হয়, ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যে—যেকোনো স্থানে হতে পারে। চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত রোগীর শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে।

এ ছাড়া বিবৃতিতে জানানো হয়, ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Back to top button