শিক্ষা

ঢাবির ৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

ঢাবি প্রতিনিধি:

ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থীকে আজীবন এবং ৯ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী রাতে এ খবর নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রক্টর বলেন, ‘দুটি অপরাধে বহিষ্কার করা হয়েছে। একটা হল ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পান্থায় ভর্তি। এর মধ্যে ভর্তি ফাঁস আছে, ডিজিটাল ডিভাইসের ব্যবহার আছে, মাইক্রো চিপস এর ব্যবহার আছে অর্থাৎ অবৈধ পান্থা অবলম্বন করায়। এর মধ্য দিয়ে আমরা আমাদের প্রক্রিয়া কমপ্লিট করেছি।’

 

চিত্রদেশ//এইচ//

Related Articles

Back to top button