অন্যান্যপ্রধান সংবাদ

ঢাকায় ৬.৯ মাত্রার কম্পনে ধসবে সাড়ে ৮ লাখ ভবন, প্রাণ হারাবে দুই লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। রাজউকের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, এমন শক্তিমাত্রার ভূকম্পনে ঢাকার ৮ লাখ ৬৫ হাজার ভবন ধসে পড়বে। এতে দুই লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক ক্ষতি ছাড়াবে ২৫ বিলিয়ন ডলার।

গত শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর ভবনগুলো দীর্ঘক্ষণ দুলে ওঠায় আবারও সামনে এসেছে ঢাকার ভয়াবহ ঝুঁকির বাস্তবতা। কম মাত্রার হলেও সেই ভূমিকম্পে সারা দেশে প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্পবিষয়ক এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এই উদ্বেগের কথা তুলে ধরেন। সভায় রাজউকের গবেষণার তথ্য জানানো হয় এবং বলা হয়—দিনের বেলায় বড় ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়ংকর হতে পারে।

বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, “কনস্ট্রাকশন সুপারভিশন ফিল্ডটাই অত্যন্ত কঠিন। রাজউকের একার পক্ষে এত ভবন পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তৃতীয় পক্ষকে যুক্ত করে নিয়মিত তদারকি করলেই ভবনভিত্তিক সার্টিফিকেট দেওয়া যাবে।”

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বড় ধরনের দুর্ঘটনার সতর্ক বার্তা আমরা ইতোমধ্যে পেয়েছি। রাজউকের পাশাপাশি ফায়ার সার্ভিস, ওয়াসা, ডেসা, গ্যাসসহ সব প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখতে হবে। প্রতিটি এলাকায় কিভাবে গ্যাসের লাইন বন্ধ করতে হবে কিংবা জরুরি সাড়া দিতে হবে, সে বিষয়ে ভলান্টিয়ার গড়ে তুলতে হবে। পুরান ঢাকার পুনর্গঠনও এখন সময়ের দাবি।”

গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সরকার ইতোমধ্যে ট্রাস্ট গঠনের কাজ শুরু করেছে। তিনি বলেন, “জনগণের প্রস্তুতি এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়—এই দুই বিষয়কে সামনে রেখে আমরা কর্মপরিকল্পনা এগিয়ে নিচ্ছি।”

আলোচনায় রাজউক চেয়ারম্যান আরও জানান, ভবনের নিরাপত্তা নিশ্চিতে নতুন একটি কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্তৃপক্ষ ভবন ডিজাইন, তদারকি এবং ঝুঁকি নিরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা বিশ্বের অন্যতম ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ নগরী। বিশেষজ্ঞদের মতে, এখনই শক্তিশালী প্রস্তুতি না নিলে কোনো বড় কম্পনই রাজধানীকে বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।

Related Articles

Back to top button