প্রধান সংবাদলাইফস্টাইল

ভুলেও কফি খাবেন না যেসব ব্যক্তিরা

লাইফস্টাইল ডেস্ক
কফি অনেকের কাছে খুব প্রিয় একটি পানী। তবে কফি সকলের জন্য উপকারী নয়। তাই কিছু ক্ষেত্রে কফি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই কিছু মানুষের উচিত কফি এড়িয়ে চলা।

আসুন এক নজরে দেখে নিই যাদের কফি এড়িয়ে চলা উচিত-

১. উচ্চ রক্তচাপের রোগী: ক্যাফেইন রক্তচাপ হঠাৎ বাড়িয়ে দেয়। এতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

২. ঘুমের সমস্যা বা ইনসমনিয়া আছে যাদের: কফির ক্যাফেইন স্নায়ু উত্তেজিত করে, ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের মান খারাপ হয়।

৩. অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা আছে যাদের: কফি পাকস্থলীর অ্যাসিড বাড়ায়। ফলে গ্যাস্ট্রিক, হার্টবার্ন, আলসার বেড়ে যেতে পারে।

৪. হার্টের অনিয়মিত স্পন্দন বা পালপিটেশন যাদের হয়: কফি হৃদস্পন্দন দ্রুত করে তোলে, যা এই সমস্যাকে আরও বাড়াতে পারে।

৫. গর্ভবতী ও স্তন্যদানকারী নারী: অতিরিক্ত ক্যাফেইন ভ্রূণের বৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে এবং নবজাতকের ঘুমের সমস্যা তৈরি করতে পারে।

সতর্কতা-

১. দিনে ১–২ কাপের বেশি কফি না খাওয়াই ভালো।

২. খালি পেটে কফি খাওয়া একেবারেই উচিত নয়।

Related Articles

Back to top button