প্রধান সংবাদবিনোদন

বলিউডে একঘরে হয়েছিলেন ঐশ্বরিয়া

সালমানের সঙ্গে বিচ্ছেদে:

বিনোদন ডেস্ক
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই এবং সালমান খানের প্রেম কাহিনি সবার জানা। তাদের প্রেম নিয়ে কম আলোচনা হয়নি। বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল পর্দার জনপ্রিয় তারকা জুটি বাস্তাবেও জুটি বাঁধবেন। কিন্তু সম্পর্ক শেষ হয় বিচ্ছেদের মাধ্যমে। এবার জানা গেল বিচ্ছেদের পর বড় খেসারত দিতে হয়েছিল রাই সুন্দরীকে।

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এ প্রসঙ্গে মুখ খুলেছেন পরিচালক প্রহ্লাদ কক্কড়। তিনি বলেন, “সালমানের সঙ্গে সম্পর্কে ভাঙনের পর ঐশ্বরিয়ার অভিনয়জীবনে এই ভাঙন বিশেষ প্রভাব ফেলেছিল। বলিউডে প্রায় একঘরে হয়েছিলেন তিনি। বিচ্ছেদে যতটা যন্ত্রণা পেয়েছিলেন ইন্ডাস্ট্রির ব্যবহারেও কষ্ট পেয়েছিলেন। হয়তো আরও বেশি কষ্ট পেয়েছিলেন। আমি তাকে সবসময় বোঝাতাম। এই ঘটনার পর ইন্ডাস্ট্রির ওপর থেকে ঐশ্বরিয়ার বিশ্বাস চলে যায়।”

প্রহ্লাদ আরও বলেন, “সালমানের সঙ্গে বিচ্ছেদের পর সবাই তাকেই সমর্থন করত। অ্যাশের পাশে কেউ ছিল না। এটা তার সবচেয়ে খারাপ লাগার জায়গা ছিল। আমি লক্ষ্য করতাম দুই জনের সঙ্গেই কে কীরকম ব্যবহার করছে তা বোঝার চেষ্টা করতাম। পুরোটাই একপেশে ছিল।”

১৯৯৭ সালে সালমান প্রেমের সম্পর্কে জড়ান সালমান-ঐশ্বরিয়া। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সেটে তাদের প্রেমের সূত্রপাত। ঐশ্বরিয়া নিজেই সালমানের সঙ্গে বিচ্ছেদ ঘটান।

Related Articles

Back to top button