
সিএনজির স্টার্ট বন্ধ করে ছিনতাই, মূলহোতাসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজির স্টার্ট বন্ধ করে যাত্রীদের ছিনতাইয়ের ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, তিনটি দেশীয় ছুরি ও দুটি ছিনতাইকৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম (৪৭), মো. মিজানুর রহমান (৪৫) ও মো. হাফিজুল ইসলাম ওরফে হাবু (৪৫)। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৬ আগস্ট রাতে শেরেবাংলা নগর থানায় দায়েরকৃত মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজশাহী থেকে ঢাকায় আসা এক যাত্রী টেকনিক্যাল বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে রওনা হলে জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে চালক গাড়ির স্টার্ট বন্ধ করে দেন। পরে ওত পেতে থাকা তিনজন ছিনতাইকারী চালকের সহযোগিতায় ওই যাত্রীর গলায় ছুরি ধরে নগদ টাকা, দুটি মোবাইল ফোন সেট ও বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি মারধর করে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও টাকা নিতে বাধ্য করে। ছিনতাই শেষে তারা ভুক্তভোগীকে আগারগাঁও এলাকায় ফেলে পালিয়ে যায়।ঘটনার পর ডিবি ছায়া তদন্তের মাধ্যমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজি ও চালককে শনাক্ত করে। পরে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে গাবতলী টেকনিক্যাল বাসস্ট্যান্ড থেকে জাকির হোসেনকে সিএনজিসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম ও মিজানুর রহমানকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অপর আসামি হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে ঢাকার বিভিন্ন এলাকায় একই কায়দায় ছিনতাই করে আসছে বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।