গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘স্বর্গীয় যৌবন’

আমি নির্ঘুম রাত্রির বুকে ঝড় তুলেছি
নিকষ অন্ধকারে ডুব দিয়ে খুঁজেছি মানবিক সান্তনা
অমরত্বের সন্ধানে ধীরে ধীরে হয়েছি আমি ঋদ্ধ রিক্ত
কখনোবা ভালোবাসার বন্ধনে হয়েছি পরম অভিষিক্ত।
তবু বারে বারে মন ফিরে পেতে চাই
শান্তি ও সমৃদ্ধির অনন্য প্রাসাদ,
বহমান জীবনের রঙিন আয়েশি কিস্তি
তাইতো কামনা বাসনার অযাচিত পর্দা সরিয়ে
সত্য ও সমৃদ্ধির চিরন্তন জীবন গড়ে
আমি ছিনিয়ে আনতে চাই
মুক্তির পবিত্র মশাল
শান্তির অনন্য ফোয়ারা
যার ঝর্ণাধারায় স্নাত হয়ে
পবিত্রতার চাদরে নিজেকে শুদ্ধ করে
আমি ধিরে ধিরে এগিয়ে যেতে চাই
প্রশান্তির অনন্য ভুবনে
উদাত্ত আহ্বানে
স্বর্গীয় যৌবনে।

Related Articles

Back to top button