আন্তর্জাতিকপ্রধান সংবাদ

জানা গেল সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ৬ জুন (শুক্রবার)।

এর আগের দিন, অর্থাৎ ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে আরাফার দিন, যেদিন হজযাত্রীরা আল্লাহর নৈকট্য লাভ ও গুনাহ মাফের আশায় আরাফাতের ময়দানে সমবেত হবেন।

মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া, তবে এটি এখনো আনুষ্ঠানিক নয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামী দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ২৯ জিলকদ সন্ধ্যায় বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। একই দিন সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও জিলহজ মাসের চাঁদ অনুসন্ধানে পর্যবেক্ষণ চালাবে।এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ৫ জুনকে আরাফার দিন ধরে ছুটি ঘোষণা করেছে এবং ৬ থেকে ৮ জুন পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, আধুনিক যন্ত্রের সাহায্যে ২৭ মে সকালেই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা নিশ্চিত হয়, তাহলে ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

পবিত্র হজের আনুষ্ঠানিক সমাপ্তির সঙ্গে জড়িত এই ঈদুল আজহার সময় মক্কায় মিলিত হন বিশ্বের লাখ লাখ মুসলমান।

এদিকে, হজ ভিসার নিয়ম ভঙ্গ করলে ১৩ হাজার ডলার পর্যন্ত জরিমানা ও কারাদণ্ডের সতর্কবার্তা দিয়েছে সৌদি সরকার। মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের জন্য অনুমোদিত সরকারি চ্যানেলের মাধ্যমেই আবেদন করতে হবে, অন্যথায় কঠোর শাস্তি পেতে হবে।

Related Articles

Back to top button