
জীবনের প্রয়োজনে যৌবনের পাঁচমেশালি আয়োজনে
নিঃশেষ হয়ে গেছে আত্মিক শক্তির অফুরন্ত ভান্ডার
হারিয়ে গেছে কতশত স্মৃতি
সমৃদ্ধির মন্থনে শুকিয়ে গেছে শরীরের শৈল্পিক আভা ।
তবুও অনাহত বিষের বাঁশি নিত্য শুনে
কূটকৌশল ও অপকর্মের যত ফিরিস্তি গুনে
আমি নিজেকে সমর্পন করেছি মহামহিমের দ্বারে
ক্ষমা ও করুণার প্রত্যাশায় অবনত শিরে
লৌকিকতার অলক্ষে নিস্তব্ধতার ভিড়ে ।