প্রধান সংবাদবইমেলা

অমর একুশে বইমেলায় আসছে কবি মো:মেহেবুব হকের কাব্যগ্রন্থ ‘স্বর্গীয় স্নিগ্ধতা’

নিজস্ব প্রতিবেদক 

এবারের অমর একুশে বইমেলায় আসছে কবি মো:মেহেবুব হকের নতুন ১৩ তম কাব্যগ্রন্থ “ স্বর্গীয় স্নিগ্ধতা ”। বইটি প্রকাশ করেছেন অনিন্দ্য প্রকাশ । প্রচ্ছদ একেছেন ধ্রুব এষ।

বইটিতে মানবতার কবি নিঃসঙ্গতার প্রেমে ষোলআনা মজে প্রশান্তির বাহুডোরে নিজেকে খুঁজে উঁকি দিয়েছেন আধ্যাত্মিকতার ঐশী কান্ডারে। কবির ইচ্ছের অনন্ত সমুদ্রে জেগেছে ঢেউ। মিলেনের আকাঙ্ক্ষায় আনন্দের অশ্রু বিসর্জন দিয়ে কবি বিলীন হয়েছেন মারেফতের অন্তহীন রাজ্যে আল্লাহ পাকের খোঁজে। মহামিলনের মাহেন্দ্রখনে। কবিসত্বার এমন ভাবনায় প্রতিজাত হয়েছে অপরূপ, স্বগীয় সুখানুভূতি, পবিত্রতার চিরঅম্লান পটভূমিতে রচিত হয়েছে মহামিলনের বিচিত্র মারেফেত যেখানে স্রষ্টা ও সৃষ্টির মেলবন্ধনে প্রকাশ পেয়েছে অমর মহাকাব্য। কবির নান্দনিক ভাবনার এমন বিচিত্র প্রকাশ দর্শন ও সাহিত্যসুখী সকল পাঠক ও গবেষকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

মোঃ মেহেবুব হক যশোর জেলার শার্শা থানার নাভারণ বাজারের নিকটস্থ উত্তর বুরুজবাগান গ্রামে ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ ফজলুল হক ও মাতার নাম মমতাজ বেগম। শিক্ষাগত জীবনে তিনি ২০০১ সালে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৩ সালে ক্যান্টনমেন্ট কলেজ, যশোর থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ২০০৯ সালে বিএসসি-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ৩০ তম বিসিএস এর কর্মকর্তা হিসাবে বর্তমানে ডেপুটি কমিশনার পদে কাস্টমস ও ভ্যাট বিভাগে কর্মরত রয়েছেন।

সাহিত্য চর্চা: তিনি প্রেম, বিরহ, দ্রোহ, সুফিজমসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে ব্যস্ত সময় পার করেন।

কবি মো: মেহেবুব হক ছোটবেলা থেকেই তিনি সাহিত্যনুরাগী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি করতেন। তবে কর্মজীবনে প্রবেশের পরই তার সাহিত্য প্রতিভার বিকাশ হতে থাকে এবং ২০১৯ সাল হতে তার প্রকাশনা শুরু হয়। তিনি প্রেম, বিরহ, দ্রোহ, সুফিজমসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে ব্যস্ত সময় পার করেন।

কবি মোঃ মেহেবুব হক। পেশায় একজন কাস্টমস কর্মকর্তা হলেও তিনি মূলত মানবতার কবি। মেহেবুবহক মানব প্রেম এবং মানবতা নিয়ে লিখে চলেছেন অবিরাম। স্ত্রী আর সন্তানের অনুপ্রেরণায় মূলত তার লেখালেখির জগতে আসা। মানবতার কবি লিখে চলেছেন মানুষের কথা। মানুষ হয়ে মানবীয় গুণাবলি অর্জন করে প্রকৃত মানুষ হতে না পারলে মানবজীবনের সার্থকতা থাকে না- সেই বোধশক্তি জাগ্রত করার জন্য তিনি বারবার সমাজের মানুষকে আহ্বান করেছেন তাঁর কবিতার ছন্দে।

কবি মোঃ মেহেবুব হকের পুরস্কার ও স্বীকৃতি:  কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক জাতীয় সাহিত্য পুরস্কার-২০২৩ ও সনদপত্র, ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকা কর্তৃক ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২ ক্রেস্ট ও সনদপত্র’ (২০২৩), ‘ফ্রেন্ডস অব হিউমিনিটি অ্যাওয়ার্ড-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’ পুরস্কার পান (২০২৩), ফ্রেন্ডস অব হিউমিনিটি অ্যাওয়ার্ড-২০২৩’ (আজীবন সম্মাননা), আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩, (ঢাকা বিশ্ববিদ্যালয়), আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৪, (ঢাকা বিশ্ববিদ্যালয়), মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার-২০২৪ (পশ্চিমবঙ্গ, ভারত), অন্বয় সাহিত্য পুরস্কার, ২০২৪, ঢাকা সাহিত্য পরিষদ পুরস্কার, ২০২৪, বাঙ্গালীর কন্ঠ সেরা পুরস্কার, ২০২৪, মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’ (পশ্চিমবঙ্গ, ভারত) সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

কবি মোঃ মেহেবুব হকের প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ: ভালোবাসার নীলপদ্ম (২০১৯), নিরন্তর তুমি (২০১৯), মানবতার দর্পণ (২০১৯), নীল প্রজাপতি (২০২০), নাতে রাসূল (সা.) (২০২১), মহামানব (২০২২), ঐশী ছোঁয়া (২০২৩), পবিত্রতার স্নিগ্ধ সাগরে (২০২২), মুগ্ধতার অন্তহীন দিগন্তে (২০২২), ভালোবাসার অচিন পাখি (২০২৩) প্রজ্ঞার আলো (২০২৪)।

 

Related Articles

Back to top button