আমি বিভীষিকার কালো অন্ধকারে নির্ঘুম জীবন দেখেছি
আমি ঘোর তমানিশার রাত্রিতে মর্মাহত পথিককে দেখেছি
দেখেছি কালের বিবর্তনে কীভাবে থেমে যায় স্বপ্নের চাকা
স্বপ্ন ভঙ্গ হলেই মনে হয় জীবনটা বড্ড ফাঁকা ফাঁকা
সেই ফাঁকা গলির ছিদ্রপথে নতুন সূর্য ওঠে
ঝলমলে আলোয় বন্যায় বাহারি ফুল ফোটে
সেই ফুলের সুবাস আমাকে মোহিত করে
মোহিত করে আমার জীবন
শোভিত করে আমার চারপাশের আলোকময় ভুবন
যে ভুবনের দেখা সকলে পায়না
যে ভুবনে সকলের বিচরণ ঘটেনা
তবুও তারা স্বপ্ন দেখে
স্বপ্নের মাঝেই তারা থাকতে পছন্দ করে
স্বপ্নের মাঝেই দিন কাটাতে পরম আনন্দ অনুভব করে
আরও অনুভব করে জীবনের পথ সরল সোজা নয়
অনুভব করে জীবনের সমীকরণগুলো বড়ই জটিল
অনুভব করে সফলতা ছাড়া সব কিছুই যেন বাতিল
কিন্ত মেনে নিতে চায় না তারা সাবলীলভাবে
মেনে নিতে চায় না তাদের মন
কখনও দেখি আর্তনাদে ফেটে পড়া মানুষের বুকফাটা কান্না
যদিও নয় জীবনটা তাদের কাছে শুধুই খেলনা
তবুও দেখিনি জীবনের পরাজয় সময়ে সময়ে
জীবন যেমন খুশি তেমন কেটে যায় এখানে ওখানে
ভাবিনি খসে যাবে আকাশের তারা বড়ই অসময়ে
ভেঙে যাবে অহংকারের দেওয়াল মনের গভীরে
রাত্রির খোলস ভেঙে স্বপ্ন দেখবে অগণিত মানুষের দল
পরাজয়ে ডরে না বীর হোক না কর্ম যতই বিফল
মরা গাঙের পাড়ে বসে শিকার খোঁজে শকুনের দল
সভ্যতার কালো ছায়ায় হারিয়ে যায় বুদ্ধিজীবীর দল
কিন্ত আমি হারিয়ে যেতে চাই না
আমরা হারিয়ে যেতে চাই না
আমরা চিরকাল বেঁচে থাকতে চাই
আমরা বেঁচে থাকতে চাই কর্মের মাঝে সৃষ্টির মাঝে
বেঁচে থাকতে চাই এই ধরণীর বুকে সুখে দুখে সকাল দুপুর সাঁজে