গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের কবিতা ‘জন্ম জন্মান্তরে’

তোমার ভাবনায় কেটে যায় ভরা যৌবন
রাতের আকাশে জন্ম নেয় উন্মাদনার ফোয়ারা
আকাশের বুক চিরে চাপা কান্না
বৃষ্টি হয়ে ঝরে পড়ে তোমার হৃদয়ের আঙিনায়
তবুও হৃদয়ের গহীনে বাসা বাঁধে নীল স্বপ্ন ।
তবুও ক্ষোভের পাখিরা উঁকি দেয় হেয়ালি দুপুরে
রক্তিম সূর্যের আলোয় বিলীন হয় ক্লান্তির কাক
প্রশান্তির পায়রা পত পত উড়ে আকাশের বুক চিরে ।
ধরা দেয় সোনার হরিণ
ভালোবাসার তপোবনে
জন্ম জন্মান্তরে ।

Related Articles

Back to top button