প্রধান সংবাদবিনোদন

নিমরতের জন্যই ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার সংসার!

বিনোদন ডেস্ক
ধুমধাম করে বড় আয়োজনেই ২০০৭ সালে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। বিয়ের পর বেশ সুখেই কাটছিল তাদের সংসার। পরে ২০১১ সালে এই তারকা দম্পতির কোল জুড়ে আসে মেয়ে আরাধ্যা। বলিউডের হ্যাপি কাপল তকমাও পেয়েছিলেন তারা। তবে বিচ্ছেদের সুর হানা দিল অভিষেক-ঐশ্বরিয়ার সংসারেও।

দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবন বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। অভিনেত্রী নিমরত কৌরের জন্যই নাকি ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার সংসার। যদিও এখনও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুথ থোলেননি তারা কেউই। তবে নিমরত এতদিন বিষয়টি নিয়ে নিশ্চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী।

জানা গেছে, ‘দসভি’সিনেমার শুটিংয়ের সময়ই নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। বলিউডে এখন এই চর্চাই চলছে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও তোপের মুখে পড়েন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমে অভিষেকের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে নিমরত বলেন, আমি যা-ই করি, মানুষ মন্তব্য করবেই তাদের ইচ্ছেমতো। আমার জন্য অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার সংসার ভাঙছে, এমন কোনো গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজটাই করছি।

সামজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর বিরুদ্ধে চলা ট্রোলিং নিয়েও কোনো মন্তব্য করতে নারাজ নিমরত। এখন শুধুই কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালে ‘দসভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। এ ছাড়া ‘লাঞ্চবক্স’, ‘এয়ারলিফট’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

Related Articles

Back to top button