খেলাধুলাপ্রধান সংবাদ

সাজঘরে মুশফিক ও লিটন-সাকিব, বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

কানপুরে চলছে বাংলাদেশ-ভারত টেস্টের চতুর্থ দিনের লড়াই। তবে দিনের শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। প্রথম সেশন শেষ হওয়ার আগেই দুই উইকেট হারায় সফরকারীরা। শুরুতে দারুণ কিছু শট নিলেও বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না লিটন। এদিকে লিটন দাস এবং সাকিব আল হাসান দুজনে ফিরেছেন অহেতুক আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে। দুজনেই ডাউন দ্য উইকেটে বড় শট খেলতে গিয়ে দিয়েছেন ক্যাচ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৮৫ রান। বাংলাদেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে অনায়াসে বলা চলে।

আজ সোমবার ৩ উইকেটে ১০৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রান যোগ করেই আউট হয়ে যান মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলা শেষে ৬ রানে অপরাজিত থাকা ডানহাতি এই ব্যাটার ফিরেছেন ১১ রান করেই। জাসপ্রিত বুমরাহর বল ব্যাট উঁচিয়ে ছেড়ে দিয়ে বোল্ড হন মুশফিক।

এর আগে বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। তবে প্রথম দিনে দুইবার বৃষ্টির বাধার মুখে ৩৫ ওভার খেলা হয়েছিল। এতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৭ রান। দিনের খেলা শেষে উইকেটে ছিলেন মুমিনুল ও মুশফিক।

Related Articles

Back to top button