গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘জীবন ধারা’

কালের স্রোতের ধ্বনি ফিরে ফিরে আসে,
একই সুরে বারে বারে নানা রূপে হাসে।
যে মায়ার সাগরে ডুবে ডুবে,
ক্লান্ত হয় শরীর-
মনে জমে একরাশ পলি,
শত চেষ্টাতেও তা যায় না ভোলা,
যায় না স্মৃতির দাগগুলো তোলা।
অন্তরালে কথাগুলো সন্চিত হয় জমে জমে,
গল্পটি শেষ হয় একই রূপে ক্রমে ক্রমে।।

 

 

 

 

 

Related Articles

Back to top button