গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘সভ্যতার সাতকাহন’
চোখে মুখে বিষন্নতার ছাপ
রক্তিম আলোর সবটুকু নিভে গিয়েছিল
রাতের নিকষ অন্ধকারে,
তারাদের মিটিমিটি আলোয় জেগে ওঠে আশা
কালের সাক্ষী হয় নিবর, নিস্তব্ধ বিভাবরী।
এরপর বিষন্নতার কালো ছায়া পেরিয়ে
অনাড়ম্বর জীবনের অযাচিত ঝামেলা এড়িয়ে
আমি মিশে যেতে মৃক্তিকার গহীন অন্ধকারে।
তবুও আমার না বলা কথা
আমারই মাঝে হারিয়ে যায় অনায়াশে
মুক্তির টানে স্বর্গীয় ভালবাসা
আমারই মাঝে আনন্দ করে
নির্লজ্জ উল্লাসে।
আমি ভেসে যাই
প্রবাহমান কালের স্রোতে
অর্বাচিন পথিকের বেশে
উন্নত সভ্যতার দেশে
হেসে হেসে।