গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘অমরত্বের স্বাদ’
আত্মঅহংকার ও আত্মকেন্দ্রিকতার অর্বাচীন অদৃশ্য দেয়াল ভেঙে
শুদ্ধ মানুষ হওয়ার অভিপ্রায়ে পরম সত্যের আলো অন্তরে মেখে
একাগ্রচিত্তে আমি এগিয়ে চলেছি এক অসীম জগতের অন্তহীন দিগন্তে।
কখনোবা ধোঁয়াশার আবরণে মনের মাঝে প্রকট হয়েছে নিঃশব্দ নীরবতা
বিষণ্ণতার কালো চাদরে ঢেকে গেছে অদম্য ইচ্ছের কত শত গল্প
হতাশার বৈতরণীতে পাল তুলেও জীবন এগিয়েছে দুরন্ত পথিকের বেশে।
তবুও আশাহত মনের পরতে পরতে অনন্ত স্বপ্নের জোয়ার আসে
সাধনার পিড়িতে বসে অমরত্বের স্বাদ পাওয়ার ঐশী বাসনা জাগে
যৌবনের রঙিন কাঁধে চেপে জীবন খুঁজে পেতে চায় পরম শান্তির নীড়।