আমি তোমাকে খুঁজি ফিরি
গ্রাম্য মেঠো পথে
কখনো রা তালপাখার নীড়ে
শান্ত চাঁদনী রাতে।
তোমার মোহিনীরূপে বিমুদ্ধ
বিস্মিত আমি, রাত্রির নিকষ
কালো অন্ধকার ছুঁয়ে।
শত ব্যাথা নিয়ে মাথা নুয়ে।
আমি তোমাকে খুঁজি ফিরি
গ্রাম্য মেঠো পথে
কখনো রা তালপাখার নীড়ে
শান্ত চাঁদনী রাতে।
তোমার মোহিনীরূপে বিমুদ্ধ
বিস্মিত আমি, রাত্রির নিকষ
কালো অন্ধকার ছুঁয়ে।
শত ব্যাথা নিয়ে মাথা নুয়ে।