আপনি কি সুখী? মিলিয়ে নিন লক্ষণে
লাইফস্টাইল ডেস্ক
সবাই তো সুখী হতে চায়/ তবু কেউ সুখী হয়, কেউ হয় না’ —মান্না দে’র কণ্ঠে এ গান শুনেছেন কম-বেশি সবাই। আসলেই সুখ সবার জীবনে ধরা দেয় না। এটি খুব আপেক্ষিক বিষয়। একজনের কাছে যা সুখ তা অন্য কারো কাছে সুখের সংজ্ঞা নাও হতে পারে।
আরও পড়ুন- জীবনে সুখী হওয়ার গোপন ৫ রহস্য
তবুও কিছু ব্যাপার থাকে যা দিয়ে মানুষ নিজেকে সুখী বলে বিচার করে। আপনি কি একজন সুখী মানুষ? প্রশ্নের উত্তর খুঁজতে নিশ্চয়ই হিমশিম খাচ্ছেন। কিছু বিষয় দিয়ে যাচাই করে নিন আসলে আপনি একজন সুখী মানুষ কি না-
পজিটিভ এনার্জি
কেউ মন থেকে নিজেকে সুখী ভাবলে পজিটিভ এনার্জি পাবেন। আপনি যদি কোনো কাজ করতে গেলে মন থেকে পজিটিভ শক্তি পান, তবে নিজেকে সুখী মানুষ ভাবতে পারেন।
কৃতজ্ঞতাবোধ
সুখী মানুষের মধ্যে সবসময় কৃতজ্ঞতাবোধ কাজ করে। তারা জীবনের ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পান। অন্যের প্রতি কৃতজ্ঞ থাকেন তারা।
পরিবারকে প্রাধান্য
একজন সুখী মানুষ সবসময় পরিবার আর কাছের মানুষদের প্রাধান্য দেন। আপনি যদি পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, আনন্দ পান তাহলে নিঃসন্দেহে নিজেকে সুখী মানুষ ভাবতে পারেন।
আরও পড়ুন- সামাজিক মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ছবি দেওয়া যুগলরা সুখী নন
আত্মসম্মানবোধ
সুখী মানুষরা নিজেদের আত্মসম্মান বজায় রাখতে জানেন। তারা আবেগ, আকাঙ্ক্ষা সবকিছুর ওপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ রাখতে পারেন।
নিজেকে ভালোবাসা
একজন সুখী মানুষ সবসময় নিজেকে ভালবাসেন। শত ব্যস্ততার ভিড়ে তিনি নিজের জন্য সময় বের করেন।
এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তবে নিজেকে একজন সুখী মানুষ হিসেবে বিবেচনা করতে পারেন।
//এস//