মানুষের মধ্যে সবসময়ই একটা চিন্তা, চেতনা, বিশ্বাস কাজ করে। যার চিন্তা, চেতনা, বিশ্বাস যত প্রখর সে তত নিজেকে বিশ্লেষণ করতে পারে। নিজের কাজকর্মে তার চিন্তা ও চেতনার প্রতিফলন ঘটাতে পারে। আর এই চিন্তা, চেতনা, বিশ্বাস একজন মানুষকে অনেক বড় স্বপ্নের রাজ্যে নিয়ে যায়। মানুষ স্বপ্ন দেখতে শেখে । কিন্তু শুধু স্বপ্ন দেখলেই কি হয়? স্বপ্ন প্রতিফলনের জন্য তাকে অনেক চেষ্টা করতে হবে। আমি মনে মনে বিশ্বাস ধারণ করলাম শুয়ে, বসে, ঘুমিয়ে, গল্প করে। এতে কি আমার স্বপ্ন বাস্তবায়িত হবে। না হবে না। আমাকে চেষ্টা করতে হবে সফলতা অর্জনের । আমি যদি চেষ্টার সূচনাই না করি তাহলে সফলতা আমার কাছে আসবে কি করে । সবচেয়ে বড় কথা আমাদের চিন্তা, চেতনা অনুযায়ী কাজ করে যাওয়া । আমরা যদি আমাদের মেধা ,শ্রম, দক্ষতা ও মনোযোগ কাজে লাগিয়ে কাজ করে যাই আমাদের স্বপ্ন আমাদের কাছে ধরা দেবেই। আমাদের কাজ ও পেশায় যদি সিনসিয়ার থাকি এই সমাজ আমাদের যথার্থ মূল্যায়ন অবশ্যই করবে। আমাদের সুষ্ঠ চিন্তা, বিশ্বাস আমাদের অনেক কিছু শেখাবে। আমরা যেমন অন্যকে সম্মান করতে শিখবো, নিজেরাও তেমন নিজেদেরকে একটি উচুঁ সম্মানের আসনে নিয়ে যাবো । এ সম্মান আত্মসম্মান ও গৌরবের সম্মান।