গল্প-কবিতা

কবিতা ‘কল্যাণময়ী চিন্তা’

মো: মেহেবুব হক

আবেগী আয়েশী মনের গভীরে অনাহত কষ্টের বীজ লুকিয়ে
যন্ত্রণাপীড়িত যান্ত্রিক জীবনের প্রতিটি ক্ষণে ধৈর্য্যের বাঁধ বেয়ে
আমি ছুটে চলেছি নি:সঙ্গ পথিকের বেশে
উদভ্রান্ত সঙ্গীর ন্যয় অনন্ত চিন্তার দেশে।
নি:শেষ হয়ে গেছে অপ্রাপ্তি প্রাপ্তির প্রবাহমান বৈষয়িক চিন্তা
অনবরত হিংসার ছোবলে মুখ লুকিয়েছে শুদ্ধ সুস্থ কল্যাণময়ী চিন্তা
মানবিক প্রশান্তি উধাও হয়েছে নোংরা মানসিকতার ছোঁয়ায়।
তুবও মনের মাঝে ঐশ্বরিক চিন্তার পুন:পুন: ঢেউ জাগে
কষ্ট ও দু:খের অন্তহীন সাগরে ভালোবাসার জোয়ার আসে
সংগ্রামী মন বারে বারে নিজেকে সপে দিতে চায়
পরম প্রশান্তির চাদরে, স্নিদ্ধতার অনন্য ছোঁয়ায়
হারিয়ে যেতে চায় কালের অন্তহীন দিগন্তে।

Related Articles

Back to top button