গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘হাহাকার’
অদৃষ্টের অতৃপ্তিতে পেরিয়ে যায় জীবনের সাঁজ বেলা
হেয়ালি মনের পাখিরা উঁকি দেয় রাতের চাঁদ-তারায়
নীলাভ প্রকৃতি হেমলক্ পানে বনে যায় মহৎ সাধু
নৈবদ্যের কারাগারে শিহরণের জাগ্রত ছোঁয়ায় মুক্ত হয় বিষের বাঁশি।
তবুও নিরবে নিভৃতে কাউকে কাছে পাওয়ার ইচ্ছা জাগে
ভালোবাসার সলিল সমাধিতে ভাবনার স্বপ্ন কাঁদে
নিস্তব্ধ নীলাকাশের গভীরে খেলা করে শূন্যতায় মোড়ানো হাহাকার।