মানুষকে ভালোবাসা ভাল। এই ভালোবাসতে যেয়ে কাউকে বেশি বিশ্বাস করা বোধ হয় ভাল নয়। একজনের সাথে আপনার পরিচয় হলো। তাকে আপনার খুব ভাল লাগল। তাকে আপনি আস্তে আস্তে এত বেশি বিশ্বাস করা শুরু করলেন যে আপনার সমস্ত নিজস্ব কথা অকপটে বলে ফেললেন।তাকে আপনি একজন বিশ্বস্ত বন্ধু ভেবেছেন। কিন্তু না আপনার কোন এক দূর্বল সময়ে বা খারাপ সময়ে আপনার ওই বিশ্বস্ত মানুষটিই আপনার বলা কথাগুলো উদারহণ হিসাবে দাঁড় করাবে। আমার মনে হয় সে যত বন্ধুই হোক কাউকে নিজের, পরিবারের একান্ত কিছু কথা না বলাই ভাল। সব সময় নিজের দূর্বল দিক তুলে না ধরে নিজের ভাল দিকগুলোই সবার কাছে তুলে ধরা উচিত। নিজের ব্যক্তিগত সমস্যাগুলো নিজের পরিবারে আলাপ আলোচনায়র মাধ্যম্য সমাধান করাই বুদ্ধিমানের কাজ।
- বি:দ্র: মানুষে মানুষে ব্যতিক্রম অবশ্যই আছে। সবার জন্য সব কথা প্রযোজ্য নয়।