গল্প-কবিতা
মো: মেহেবুব হকের কবিতা ‘হৃদয়ে আলো’
হৃদয় মোর আলো করো প্রভু
জ্বালাও মনে বাতি।
মনের ভুলে কভু না যেন
নিষ্ফল আনন্দে মাতি।
দাও মোরে জ্ঞান বিদ্যা বুদ্ধি
প্রাণে প্রদীপ জ্বালো।
ত্যাজি অন্যায়, হিংসা, বিদ্বেষ
করি মানুষেরই ভালো।
হৃদয়ে পশিল জ্ঞানের জ্যোতি
নিভিল সকল বিষবাষ্প।
তব স্মরণে ভক্তি ভজনে
কাটাব দিবারাত্র।
আবেগে মথিত হৃদয়মাল্য
কারে পরাব প্রভু বলো।
আপনারে পূজি অসীমে খুঁজি
কবে পাব তব আলো।