গল্প-কবিতা
মেহেবুব হকের কবিতা ‘পান্থশালা’
নক্ষত্র খচিত দিগন্ত বিস্মৃত আকাশের সাথে দু’দন্ড প্রশান্তির আলাপ সেরে
ঔদার্যের বন্যায় আবিষ্ট মনের শীতল কুটিরে লৌহ কপাট মেরে
আমি একাকী ডুব দিয়েছি দেহভান্ডের অতল সাগরে।
ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে লৌকিক প্রবঞ্চনার বিষবাষ্প
দুঃখ, কষ্ট ও যন্ত্রণার পান্থশালায় আত্মিক শান্তির ফোয়ারা উঁকি দেয়
সাধনার শিখরে আমিত্বের মৃত্যু ঘটে লা-মোকামের অন্তহীন দিগন্তে।