তুমি আসবে, ব’লে
আসোনি কেন, প্রশ্ন করবো না
ভালোবাসবে ব’লে
ভালো বাসনি কেন, বলবো না
মনের রঙে রাঙাবে ব’লে
রাঙিয়ে দাওনি কেন, অভিযোগ করবো না
হৃদয়ের ঘুম ভাঙাবে ব’লে
ভাঙিয়ে দাওনি কেন, জানতে চাইব না
আঁখিতে আঁখি রাখবে ব’লে
রাখনি কেন, অনুযোগ করবো না
বাঁকা ঠোঁটের স্মিত হাসি দেখাবে ব’লে
স্মিত হাসি দেখাওনি কেন, অভিমান করবো না।
তুমি শুধু দাও গো বলে
কেন মনটাকে কেড়ে নিলে?
অবহেলিত ভালোবাসা দিয়ে
কেন কাঁদালে ভালোবাসার ঘায়ে?
প্রেমের অনলে দহন করিলে যারে
কেন পোড়ালে তারে?
শুকতারা নিভে গেল পূর্ণিমার রাতে
প্রেমের প্রদীপ জ্বলে না বিরহী আঘাতে।
৭ ই নভেম্বর, ২০১৯
শ্যামলী, ঢাকা।
কবি- এফ এম আব্দুল কুদ্দুস: