গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের কবিতা ‘পবিত্র বাকা’

আত্মবিস্মৃত মনের প্রতিটি কোণে এক ছটাক নিরহঙ্কারের কীটনাশক ঢেলে
অন্ধগলির চৌরঙ্গীতে বসে কিতাব, পুস্তকের জ্ঞান নদীতে ঝেড়ে ফেলে
আমি নিজেকে সমর্পণ করেছি আত্মজ্ঞানের অনন্য স্বর্গরাজ্যে ।

বিদ্যার অসম দৌড়ে বুদ্ধি লোপ পেয়েছে সময়ের নির্লিপ্ত তালে
নির্বিকার ঈশ্বর সাধনা যোগ হয়েছে জীবনের পরাভব বাস্তবতায়
বড় বড় কিতাব দলিলের স্থান দখল করেছে মুর্শিদের চরণ ধূলি ।

তবুও বৈরাগী মনের প্রতিটি ভাঁজে অন্তহীন বাসনার ফুল ফোটে
সাধনার অতন্দ্র কারাগারে বসেও চারিত্রিক দুর্নামের কুৎসা রটে
স্বাদ , সাধনা ও সাধক সবকিছুই মিলেমিশে এক হয়ে যায় পবিত্র বাকায় ।

Related Articles

Back to top button