গল্প-কবিতাপ্রধান সংবাদ
নূরুন নাহারের কবিতা ‘জগৎপিতা’
এ ভব ভুবন মাঝে যখন যেদিকে তাকাই
তোমার করুণা রাশি কেবলি দেখিতে পাই।
চাঁদের মধুর হাসি যখন জগতে ভাসে
তোমার করুণা তাই উছলি উছলি হাসে।
তোমার আদেশে বায়ু ভুবন ভরিয়া রয়,
তোমার আদেশে রবি উজ্জ্বল কিরণময়।
তুমি মাতার মাতা পিতার পিতা তুমি রাজাধিরাজ,
জীবন মরণ তোমার হাতে তুমি মহারাজ।
তুমি দেবতা জগৎপিতা তোমায় ভালোবাসি
জগৎ ঘুরে তাইতো তোমার কাছেই আসি।